ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আদমজী ইপিজেডের দু`জন করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন 

প্রকাশিত : ২১:৩১, ২ মে ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ আদমজী ইপিজেডের একজন নার্স ও একজন স্টোর কিপার করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) এ তথ্য নিশ্চিত করেছেন আদমজী ইপিজেডের ব্যাবস্থাপক (জিএম) মোঃ আহসান কবীর। এদের দু'জনই আইসোলেশনে রয়েছেন।

তিনি জানান, ১ সপ্তাহ পূর্বে একজন নার্সের করোনা ধরা পড়ে। গতকাল শনিবার একজন স্টোর কিপারের করোনা ধরা পড়েছে। এদের দুজনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া বর্তমানে আদমজী ইপিজেডে কেউ আক্রান্ত নন এবং স্বাস্থ্যবিধি মেনে ভেতরের কার্যক্রমও চলছে বলে জানান তিনি।

আদমজী ইপিজেডের ৫৭ টি কারখানার মধ্যে ২৫ টি কারখানা শনিবার খোলা ছিল এবং স্বাস্থ্যবিধি  মেনে এসব কারখানায় কাজ চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি