ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বিজিবি দেখে প্রাইভেট রেখেই পালালো

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৮, ২ মে ২০২০

উদ্ধারকৃত প্রাইভেটকার ও ফেনসিডিল

উদ্ধারকৃত প্রাইভেটকার ও ফেনসিডিল

যশোরের শার্শা সীমান্ত থেকে ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি। শনিবার (২ মে) বিকেলে শার্শার কায়বা সীমান্ত থেকে এ ফেনসিডিলের চালানি উদ্ধার করা হয়। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান জানান, গোপন সংবাদে জানা যায়, বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান ভারত থেকে এনে পাচার করা হবে। এমন খবরের ভিত্তিতে বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ী মোড়ে অবস্থান নেয় বিজিবি সেই সাথে নজরদারিও বাড়িয়ে দেয়। এসময় সাদা রংয়ের একটি করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-০৭২৬) ওই স্থানে এলে বিজিবি কারটির গতিরোধ করে। এসময় পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে ওই প্রাইভেটকারের মধ্যে লুকিয়ে রাখা ৪৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই বিজিবি কর্মকর্তা। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি