ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি বেড়েছে

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৮, ৩ মে ২০২০ | আপডেট: ১০:৪৮, ৩ মে ২০২০

শ্রমিকরা এভাবেই দলে দলে কারখানায় ফিরছেন- একুশে টেলিভিশন

শ্রমিকরা এভাবেই দলে দলে কারখানায় ফিরছেন- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা বিশেষ করে তৈরি পোশাক কারখানায় শ্রমিক উপস্থিতি বেড়েছে। আজ রোববার সকাল থেকে দলে দলে শ্রমিকরা কারখানায় তাদের কাজে যোগ দিয়েছেন। গণপরিবহন চালু না থাকায় পায়ে হেঁটে, রিকশা, অটো রিকশাসহ হালকা যানবাহনে চড়ে কর্মস্থলে আসছেন তারা। 

গাজীপুর শিল্প পুলিশের সূত্র অনুযায়ী, করোনা ভাইরাস লকডাউনের মধ্যেই গাজীপুর শিল্পাঞ্চলে ৮৭৩টি পোশাক কারখানা তাদের উৎপাদন কাজ শুরু করেছে। ধাপে ধাপে এসব কারখানা খুলেছে কারখানা কর্তৃপক্ষ। এর আগে কারখানা খোলার খবরে গত ২৬ এপ্রিল থেকে বিভিন্ন উপায়ে গাজীপুরে কর্মস্থলে ফিরেছেন হাজার হাজার শ্রমিক। এছাড়া অনেক শ্রমিক সাধারণ ছুটি ঘোষণার পরও ভাড়া বাসায় অবস্থান করছিলেন। এ অবস্থায় জেলায় তৈরি পোশাকের প্রায় অর্ধেক কারখানা খুলে দেয়ায় এখন সে সব কারখানায় বেড়েছে শ্রমিক উপস্থিতি। 

একটি কারখানায় প্রবেশ করছেন নারী শ্রমিকরা- একুশে টেলিভিশন

যদিও কারখানায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কারখানা পরিচালনা করার জন্য মালিকদেরকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তবে করোনা ভাইরাস সুরক্ষায় কারখানার ভেতরে শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও কারখানায় মানা হচ্ছে না সামাজিক নিরাপদ দূরত্ব।  

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি