ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে আরও ৩ জনের করোনা শনাক্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪, ৩ মে ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় মোট ১৯ জনের শরীরে ভাইরাসটি চিহ্নিত হল। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন। 

শনিবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

সিভিল সার্জন জানান, ‘দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে নতুন করে তিনজন আক্রান্ত হয়েছে। এর মধ্যে হরিপুর উপজেলায় ২০ বছর বয়সী ২ জন (একজন পুরুষ ও একজন নারী) এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৫৫ বছর বয়সী একজন পুরুষ। তাদের স্থানীয়ভাবে আইসোলশনে রাখা হয়েছে।’ 

পাশাপাশি আক্রান্তদের পাড়ামহল্লাগুলো পুরো লকডাউনসহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। সম্প্রতি তারা নারায়ণগঞ্জ থেকে নিজ বাড়িতে ফেরেন বলেও জানান তিনি।  

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি