ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৫ বছর গবেষণা

মৌলভীবাজারে উচ্চফলনশীল টমেটো লালবাহাদুর এর জাত উন্মোচন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৭, ৩ মে ২০২০ | আপডেট: ১২:১৪, ৩ মে ২০২০

লালবাহাদুর’র জাত উন্মোচন শেষে এর বীজ কৃষকের কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

লালবাহাদুর’র জাত উন্মোচন শেষে এর বীজ কৃষকের কৃষকের হাতে তুলে দেওয়া হচ্ছে- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে বাংলাদেশে প্রায় দ্বিগুন উৎপাদনক্ষমতা সম্পন্ন উচ্চ ফলনশীল লাল বাহাদুর নামে নতুন জাতের টমেটোর জাত উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এর জাত উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াছমিন মুনালিসা সুইটি। 

প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলাউদ্দিন, কৃষি সম্পসারণ কর্মকর্তা শিপন মিয়া, এসএপিপিও রকেন্দ্র শর্মা, কমলগঞ্জের কৃষক মোসলেম উদ্দিন ও লালতীর সীডের বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী। এ সময় আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জের ডিলার আব্দুল মজিদ খান, শ্রীমঙ্গলের ডিলার নাজমুল হাসান নুহেল ও প্রেসক্লাবের অনান্য সাংবাদিকবৃন্দ।

লালতীর সীডের বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী বলেন, ‘বিগত ৫বছরের অধিক সময় শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন কৃষকের মাধ্যমে পরীক্ষামূলক চাষাবাদ শেষে এর সফলতা পাওয়া গেছে।’ তিনি জানান, এটি বপনকাল এপ্রিল ও জুলাই। এর ফসল আসে ৬০ থেকে ৬৫ দিনে। প্রতি ফলের ওজন ১২০-১৪০। ফলের আকার লম্বাটে গোলাকার। ফলের রং আকর্শনীয় লাল। প্রতিগাছে উৎপাদন সাড়ে ৬ কেজি থেকে ৮ কেজি। কোন কোন ক্ষেত্রে ১০ কেজির উপরে ফলন পাওয়া গেছে। এর একর প্রতি ফলন ১৮ থেকে ২২ টন। এটি গ্রাফটিংও বীজ রোপন পদ্ধতি দুই ভাবেই হয়। তিনি জানান, এটি গ্রীষ্মকালীন ফসল হওয়ায় বর্তমান করোনা কালীন সময়ে ও করোনা উত্তর সময়ে এটি ভুমিকা রাখবে।
  
কৃষি কর্মকর্তা জানান, এই জাতটি এই সময়ে উন্মোচন করায় বর্তমান করোনা দূর্যোগ কাটানোর পর গ্রীষ্মকালীন সবজীর চাহিদা পুরণে ভুমিকা রাখবে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি