ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে বিজিবির ত্রাণ বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৪, ৩ মে ২০২০

হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্পের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করে বিজিবি- একুশে টেলিভিশন

হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্পের সামনে ত্রাণ সামগ্রী বিতরণ করে বিজিবি- একুশে টেলিভিশন

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের কারনে সীমান্তবর্তী এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় এক হাজার মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে বিজিবির পক্ষ থেকে হিলি সীমান্তের মংলা বিওপি ক্যাম্পের সামনে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জহুরুল হক খান তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এ সময় সেখানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান, মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শাহ আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান বলেন, ‘বিজিবি যেকোন সময় ত্রাণ কার্যক্রম পরিচালনা করে, দুর্যোগের সময় জনগনের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। করোনা ভাইরাসের কারনে সীমান্তর্বতী এলাকার মানুষজন কর্মহীন হয়ে আয় উপার্জন না থাকায় বিপাকে পড়েছেন ও খেতে পারছেন না। এমন অবস্থায় তাদেরকে বিজিবির পক্ষ থেকে খাদ্যসামগ্রী, স্যানিটাইজার বিতরণসহ নানামুখি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’ করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি