ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে আধিপাত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫০, ৩ মে ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ রোববার সকালে শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী আজগার (৬০) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
 
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামছুজ্জামান জানান, ‘আধিপাত্য বিস্তার নিয়ে পারকোলা গ্রামের বর্তমান পৌর কাউন্সিলর বেলাল হোসেনের সাথে সাবেক কাউন্সিলর পীযুষ কুমারের দীর্ঘদির ধরে দ্বন্দ চলে আসছিল। এরই জের ধরে সকালে দুই গ্রুপ দেশিয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় আজগর আলী নামে বেলার গ্রুপের একজন নিহত হয়েছে।’

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সাংবাদিকদের জানান, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি