ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রথম রোগী শনাক্ত, সন্দ্বীপজুড়ে আতঙ্ক

সন্দ্বীপ সংবাদদাতা

প্রকাশিত : ১৫:১৩, ৩ মে ২০২০

সন্দ্বীপ ম্যাপ

সন্দ্বীপ ম্যাপ

Ekushey Television Ltd.

সন্দ্বীপে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে এক যুবকের। আক্রান্ত যুবক সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় এবং সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শনিবার (২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম একুশে টেলিভিশনকে বলেন, সন্দ্বীপে এই প্রথম একজনের শরীরে করোনা  শনাক্ত হয়েছে। গত ২৫ মে তার নমুনা সংগ্রহ করে প্রেরণ করা হয়। চট্টগ্রাম ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর রিপোর্ট অনুসারে তিনি কোভিড-১৯ পজিটিভ।

আক্রান্ত যুবককে রাতেই তাকে আইসোলেশনে নেয়া হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, ওই যুবক গত ৫ মাসের অধিক সময় ধরে সন্দ্বীপের বাইরে যাতায়াত করেননি এবং লকডাউন ঘোষণার পর হতে গ্রামের বাইরেও যাননি। তবে করোনায় আক্রান্তের খবরে আতংক দেখা দিয়েছে পুরো সন্দ্বীপেজুড়ে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি