ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে শ্বাসরোধে শিশু হত্যা: গ্রেপ্তার ১

গাজীপুর প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৪১, ৩ মে ২০২০

গাজীপুরে ভবনের ছাদে ওঠে মেয়েদের উত্যক্তের প্রতিবাদে ভাড়াটিয়া যুবককে চর থাপ্পড় মারেন ভবন মালিক। আর এই চর থাপ্পড় দেয়ায় প্রতিশোধ নিতে ওই ভবন মালিকের শিশু পুত্রকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে অপহরণকারীরা। পরে তারা শিশুটির বাবার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।  কোনাবাড়ির পারিজাত এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় জড়িত থাকার দায়ে র‌্যাব সাগর নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করেছে।

রবিবার পোড়াবাড়ি র‌্যাব-১এর ক্যাম্প কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এমন তথ্য জানান র‌্যাব-এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ২৯ এপ্রিল গাজীপুর মহানগরীর কোনাবাড়ী পারিজাত এলাকা থেকে আলিফ হোসেন নিজ বাসা থেকে নিখোঁজ হয়।  নিখোঁজের পরদিন ভিকটিমের বাবার মোবাইল ফোনে অপহরণকারীরা আলিফকে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে। 

শনিবার দিবাগত রাতে গাজীপুরের পূবাইল এলাকায় মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে নেওয়ার জন্য অপরহরণকারীরা অপেক্ষা করিতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এসময় অপহরণকারী  সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে তাদের ভাড়াকৃত ৩য় তলা ফ্লাটের একটি ঝুটের গুদাম এর ভিতর থেকে শিশু আলিফ হোসেনের অর্ধগলিত মৃত দেহ একটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে উদ্ধার করা হয়। 

গত ২৯ এপ্রিল বাসা থেকে ভিকটিম আলিফকে ডেকে ছাদে নিয়ে খেলার ছলে  পলাতক আসামী জুয়েল আহমেদ গলা টিপে ধরে এবং  সাগর ভিকটিমের মুখ চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ  একটি প্লাষ্টিকের বস্তার ভিতর করে তাদের ভাড়াকৃত বাসার পাশের রুমে ঝুটির গুদামের ভিতর রেখে দেয়। 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি