ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সরাইলে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার

সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫১, ৩ মে ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের তিনদিন পর প্রথম শ্রেনির শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নাজির বাড়ি এলাকায়। নিহত স্কুল পড়ুয়া শিশুটির নাম মইন উদ্দিন (৭), সে নাজির বাড়ির এলাকার লিয়াকত মিয়ার ছেলে। সে নোয়াগাঁও পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনির ছাত্র।

শিশুটির পরিবার ও থানায় ডায়েরি সূত্রে জানা যায়, স্কুল পড়ুয়া শিশুটি বৃহস্পতিবার সকালে বাড়ির পাশেই খেলাধুলা করতে বের হয়। সারাদিন শিশুটি বাড়িতে ফিরে না আসায় শিশু মইন উদ্দিনের বাবা লিয়াকত মিয়া পর দিন সরাইল থানায় একটি সাধারণ ডায়েরি করে। 

পরে সরাইল থানা পুলিশ ডায়েরির সূত্র ধরে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে কবির মিয়া (১৫) কে সন্দেহ মূলক আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শিশুটির বাড়ির প্রায় এক কিলোমিটার দূরে শনিবার দিবাগত রাত ২টায় একটি পাট ক্ষেত থেকে মইনের লাশ উদ্ধার করে পুলিশ।  

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আহম্মেদ বলেন, ডায়েরির সূত্র ধরে একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে কবির মিয়া (১৫) কে সন্দেহ মূলক আটক করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মূলক জবানবন্ধি অনুযায়ী গত রাত একই এলাকার ২টায় একটি পাট ক্ষেত থেকে মইনের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রেক্ষিতে সরাইল থানায় মামলা প্রস্তুতি চলছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি