ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

আক্কেলপুরে সাত দোকানীর অর্থদণ্ড 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৮, ৩ মে ২০২০

জয়পুরহাটের আক্কেলপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য নেওয়া ও দোকান খোলা রাখায় সাত দোকানীর ২৩ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  জাকিউল ইসলাম আক্কেলপুর পৌরশহদরের কলেজ ও তিলকপুর বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,  আক্কেলপুর কলেজ বাজারে  আদা-রসুনের অতিরিক্ত দাম নেওয়া হচ্ছিল। এছাড়া লকডাউন অমান্য করে আক্কেলপুর ও   তিলকপুর বাজাবে কাপড় এবং কসমেটিক্স দোকান খুলে রাখা হয়। রোববার বিকেলে   ইউএনও জাকিউল ইসলাম  আক্কেলপুর ও তিলকপুর বাজারে অভিযান চালিয়ে আদা-রসুনের  অতিরিক্ত দাম নেওয়া এবং দোকান খুলে রাখায় সাত দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন।

ইউএনও জাকিউল ইসলাম  বলেন, আদা-রসুনের অতিরিক্ত দাম নেওয়া ও দোকান খুলে রাখায় সাত দোকানীর ২৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অন্যগত থাকবে বলে ইউএন জানিয়েছেন।

আরকে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি