ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা সন্দেহে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৪ মে ২০২০

করোনায় আক্রান্ত এমন সন্দেহের কারণের রাজধানীর খিলগাঁওয়ে তোফাজ্জল নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। আজ সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ওসি মশিউর রহমান। 

তিনি জানান, গত ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রী কাছে সন্দেহ প্রকাশ করেন। তিনি ধারনা করতে থাকেন তার পরীক্ষার ফল সঠিকভাবে আসেনি। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। 

মশিউর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে তোফাজ্জল বাসা থেকে দরজা খুলে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন। এর কিছু সময় পর পাঁচতলার ছাদ থেকে ভারি কিছু পড়ে যাওয়ার শব্দ পান তার স্ত্রী। বাসার অন্যরা বের হয়ে দেখেন বাসার সামনের রাস্তায় তোফাজ্জলের রক্তাক্ত লাশ পড়ে আছে। 

পরে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠায়। কনস্টেবল তোফাজ্জল স্ত্রী ও দুই মেয়ে নিয়ে ওই বাসায় থাকতেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 
এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি