ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেতনের দাবীতে কুমিল্লায় বিআরডিবির কর্মচারীদের মানববন্ধন  

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ৪ মে ২০২০ | আপডেট: ১৪:৩২, ৪ মে ২০২০

বকেয়া বেতন ও ভাতার দাবিতে কুমিল্লায় বিআরডিবি’র কর্মচারীদের মানববন্ধন- একুশে টেলিভিশন

বকেয়া বেতন ও ভাতার দাবিতে কুমিল্লায় বিআরডিবি’র কর্মচারীদের মানববন্ধন- একুশে টেলিভিশন

কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) আওতাধীন বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচিতে কর্মরত কর্মচারীরা বকেয়া বেতন ও ভাতার দাবীতে মানববন্ধন করেছেন। আজ সোমবার সকালে কুমিল্লা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে ১৭ টি উপজেলায় কর্মরত কর্মচারীরাও যোগ দেন।  

কর্মচারীরা জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব জনিত ঋণ কার্যক্রম স্থবির আছে। যার ফলে মার্চ মাস থেকে তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছেন। 

এদিকে করোনা ভাইরাসের কারনে বিআরডিবির দেয়া ঋণ প্রকল্পসহ সব প্রকল্পই বন্ধ রয়েছে। এসব প্রকল্পের ঋণের লভ্যাংশ থেকে তাদের বেতন দেয়া হতো। বর্তমানে অবরুদ্ধ বা লকডাউন চলায় এসব প্রকল্পও থেমে আছে। লকডাইন না উঠা পর্যন্ত গ্রাহকদের ঋণ দেয়া ও লভ্যাংশ উঠানো যাবে না।  

উল্লেখ্য, কুমিল্লা জেলায় ১৭ টি উপজেলায় ২ শত ১৯ জন কর্মচারী এ সব প্রকল্পে কাজ করছেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি