ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলায় অসাধু ব্যবসায়ীদের জরিমানা

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ৪ মে ২০২০

রমজানে মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রির দায়ে মোংলায় কয়েক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৪ মে) দুপুরে বাজারের মুদি ব্যবসায়ীদের এই অর্থদন্ড দেয়া হয়। এছাড়া বাটখারায় ওজনে কম থাকায় মাছ ব্যবসায়ীকেও অর্থদন্ড দেওয়া হয় এসময়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান। 

ইউএনও মোঃ রাহাত মান্নান সাংবাদিকদের বলেন, কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে সাধারণ মানুষদের ঠকাচ্ছেন। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

এছাড়া তিনি আরও বলেন, কাঁচা বাজারে যেসব ব্যবসায়ী সিন্ডিকেট তৈরী করে পণ্য বিক্রি করছেন তাদেরকেও আইনেরও আওতায় এনে জরিমানা করা হবে।

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি