ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা উপসর্গ নিয়ে শেবাচিমে যুবকের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৫, ৪ মে ২০২০

ঝালকাঠি ম্যাপ

ঝালকাঠি ম্যাপ

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে রুবেল হাওলাদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দিবাগত রাতে বরিশালের শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত রুবেল হাওলাদারের বাড়ি উপজেলার খুলনা গ্রামে। সোমবার (৪ মে) সকালে ইসলামি ফাউন্ডেশনের একটি দল তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে জানাজা শেষে দাফন করে। 

মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে উল্লেখ করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রুবেল হাওলাদার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে তিনি গত শনিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। রোববার রাতে তার মৃত্যু হয়। 

মৃত রুবেল হাওলাদার উপজেলার খুলনা গ্রামের আবদুর রব হাওলাদারের ছেলে বলেই জানা যায়। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি