ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় সেনা সদস্যর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ৪ মে ২০২০ | আপডেট: ২২:৫৯, ৪ মে ২০২০

সাতক্ষীরা ম্যাপ

সাতক্ষীরা ম্যাপ

সাতক্ষীরার কলারোয়ায় তামান্না খাতুন (২০) নামে এক সেনা সদস্যসের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করছে থানা পুলিশ। সোমবার (৪ মে) সকালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। 

নিহত তামান্না খাতুন উপজেলার ছলিমপুর গ্রামের উজ্জল দফাদারের স্ত্রী। উজ্জল দফাদার বাংলাদেশ সেনা বাহিনীর একজন সদস্য। তাদের একটি ৮ মাসের সন্তান রয়েছে।

এদিকে, নিহত গৃহবধূর পিতা ইউপি সদস্য বাবুর আলী মধু জানান, তার মেয়ের সাথে খুব খারাপ আচরণ করা হয়েছে। তাই সে গলায় রশি দিয়ে ঝুলতে বাধ্য হয়েছে।  

ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন, তিনি শুনেছেন তার পরিষদের সদস্য বাবুর আলী মধুর কন্যা তামান্না গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। 

খোরদো পুলিশ ফাড়ির এসআই মামুন হোসেন জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান। এ বিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি