ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪০, ৪ মে ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে বগা ইউপির বালিয়া গ্রামের আব্দুস ছালাম মুন্সির ছেলে। আজ সোমবার বিকালে কালাইয়া-লোহালিয়া সড়কের পূর্ব নওমালা বড় ব্রিজের পশ্চিম পাশের একটি গাছ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয়রা জানায়, সড়কে যাওয়ার পথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় এক টমটম চালকের চোখে পড়লে পুলিশে খবর দেয় ও পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। 

সাইফ ইসলাম নামে নিহতের একজন স্বজন কিছুটা মানসিক ভারসাম্যহীন দাবি করলেও ঘটনাস্থল থেকে নিহতের বাড়ির দূরত্ব বিবেচনায় রহস্যজনক মৃত. বলে স্থানীয় অনেকের ধারণা।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।

আরকে// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি