ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিংড়ায় প্রতিবন্ধীদের খাদ্য দিলেন পৌর মেয়র 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫২, ৪ মে ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের সিংড়ায় প্রতিবন্ধিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খাদ্য সামগ্রী দিয়েছেন পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। রোববার রাতভর পৌর এলাকার ১২০ জনের বাড়ি বাড়ি গিয়ে  প্রতিবন্ধিদের হাতে তুলে দেন এসব খাদ্য সামগ্রী। 

এসময় পৌর মেয়র প্রতিবন্ধিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন,প্রতিবন্ধিরা আমাদের বর্তমান  সমাজের কোন বোঝা নয়। করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির সময়ে তিনি আলাদাভাবে প্রতিবন্ধিদের খোঁ খবর নিতে রাতে বের হয়েছেন। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তাদের সামর্থ অনুযায়ী সহায়তা করেছেন। জেলার মধ্যে সিংড়া পৌর সভা সবচেয়ে বেশী সংক্রমিত এলাকা। লকডাউনের কারনে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। 

স্থানীয় সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে কর্মহীন প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। এসবের পাশাপাশি প্রতিবন্ধিদের প্রতি আলাদা দৃষ্টি দিয়ে তাদের খোঁজ নেয়ার চেষ্টা করছি। তাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ।

আরকে// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি