ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাবনায় আরও দুই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

পাবনা প্রতিনিধি   

প্রকাশিত : ০৯:৪৪, ৫ মে ২০২০

পাবনায় আরও দুই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্ত দু’জনেই পাবনা জেনারেল হাসপাতালের স্টাফ নার্স বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পাবনার ডেপুটি সিভিল সার্জন ডা. কে এম আবু জাফর জানান, ‘আক্রান্ত দু’জনের মধ্যে একজনের বয়স ২৯ ও অপরজনের বয়স ৫২ বছর। করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাদেরকে হোম আইসোলেশেনে রাখা হয়েছে।’

এ নিয়ে পাবনায় একজন চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মীসহ আক্রান্ত বেড়ে ১৩ জনে দাঁড়ালো। এর আগে পাবনা সদরে ৩, চাটমোহরে ৩, ভাঙ্গুড়ায় ২, সাঁথিয়ায় ১, সুজানগরে ১ ও ফরিদপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়। আক্রান্তদের মধ্যে চাটমোহর উপজেলার একজন সুস্থ হয়েছেন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি