ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইমামসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:০৮, ৫ মে ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ও গতকাল রাতে এসব দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাকোনায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটো ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন (৪৫) মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের বাড়ি রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামে। 

অপরদিকে, গতকাল সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় একইভাবে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় পাষান আলী (৫০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়। তিনি সলঙ্গার থানার কালিকাপুর শাহী জামে মসজিদে ইমামতি করতেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি