ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৮, ৫ মে ২০২০

নাটোরের বড়াইগ্রামে দু’টি ট্রাকের সংঘর্ষে শরিফুল ইসলাম (৩৬) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের আহম্মেদপুর এলকায় ঢাকা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শরিফুল রাজশাহীর বাগমারা উপজেলার মোগাইলপাড়া এলাকার লোকমান মন্ডলের ছেলে।

ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজোয়ান আহমেদ সাংবাদিকদের জানান,‘ঢাকাগামী একটি ট্রাকের চাকা পাঞ্চার হলে আহম্মেদপুর বাজার এলাকায় সড়কের বামপাশে রেখে মেরামত কাজ করা হচ্ছিল। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে পেছনের ট্রাকের হেলপার শরিফুল চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার ও ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।’ 

ট্রাকের চালক চোখে ঘুম নিয়ে গাড়ী চালানোয় এ মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে ধারনা এ পুলিশ কর্মকর্তার। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি