ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে করোনায় আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তাসহ ২ জন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৬, ৫ মে ২০২০

নোয়াখালীর সোনাইমুড়ী ও কবিরহাটে নতুন করে আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, ‘গত ২৯ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করা হয়। পরে ৪ এপ্রিল রাতে তাদের রিপোর্ট আসলে তাতে পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম। অপরজন কবিরহাটের সিএইচসিপি কর্মী।’

আক্রান্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাইনুল ইসলাম গতকালও সোনাইমুড়ী মেডিকেয়ার হাসপাতালে রোগী দেখেছেন। তাই, ওই হাসপাতালটি লকডাউন করা হয়েছে।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি