ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শার্শায় করোনায় আক্রান্ত আরও দুই চিকিৎসক

বেনাপোল (যশোর) প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:২৭, ৫ মে ২০২০

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় নতুন করে আরও দুই চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৯ জনের দাঁড়িয়েছে। এর মধ্যে ছয়জনই শার্শা স্বাস্থ্য বিভাগের কর্মী।

এতে করে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ শার্শা-বেনাপোলে চরম আতঙ্ক বিরাজ করছে। নতুন আক্রান্ত দুই চিকিৎসক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আগত পাসপোর্টযাত্রীদের করোনা প্রতিরোধে প্রথম থেকে কাজ করে আসছিলেন। 

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী সাংবাদিকদের জানান, ‘গত ২৪ ঘন্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালের দুই চিকিৎসকের করোনা পজেটিভ এসেছে। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি