ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে আ’লীগ কর্মীকে কুপিয়ে জখম

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৭, ৫ মে ২০২০

নাটোরের নলডাঙ্গায় ইউসুব আলী টুটুল (৪২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

সোমবার (৪ মে) রাত ৯টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের মাঠে হামলার ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা পুলিশের। 

অপরদিকে আহতের পরিবারের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতার ইন্ধনে এই হামলার ঘটনা ঘটেছে। আহত টুটুল উপজেলার ধামনপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাত ৯টার দিকে উপজেলার ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুটুল বসে ছিল। এসময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ দাবি করেন, ‘বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য মীর লোকমান হাকিমের তিন ছেলে ও তার দুই ভাতিজাসহ তাদের লোকজন টুটুলের ওপর অর্তকিতে হামলা চালিয়েছে। তারাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।’

এ ব্যাপারে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মীর লোকমান হাকিম বলেন, ‘তিনি ঘটনার সময় নশরতপুর গ্রামে ত্রাণ বিতরণ কাজে ব্যস্ত ছিলেন। গ্রামে এসে ঘটনা শুনতে পান টুটুলকে কে বা কারা কুপিয়ে জখম করেছে। ঘটনাস্থলে অনেকের মুখ থেকে শুনেছেন কারা মেরেছে কেউ চিনতে পারেনি। দুর্বৃত্তরা অন্ধকারে এসে টুটুলকে মেরে চলে যায়। তবে টুটুলদের সাথে পূর্ব বিরোধের কথা স্বীকার করেন তিনি।’

তিনি জানান, ‘টুটুল আমার ছেলেকে মারধর করা নিয়ে চলা বিরোধ বিচারাধীন রয়েছে। টুটুলের ওপর হামলা করার বিষয়ে তার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এটা রাজনৈতিক চক্রান্ত। সঠিক তদন্তের মাধ্যমে এই হামলার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি আমিও চাই।’

এ ঘটনায় আহত টুটুলের স্ত্রী মিনা বেগম জানান, ‘তিনি নিজে বাদী হয়ে নলডাঙ্গা থানায় ২৬/২৭ জনকে আসামি করে একটি লিখিত এজাহার দাখিলের প্রস্তুতি নিয়েছেন।’
 
জানতে চাইলে নলডাঙ্গা থানায় অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের স্ত্রীর পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া হামলাকারীদের শনাক্ত করাসহ গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি