আজও দৌলতদিয়া-পাটুরিয়ায় উপচেপড়া ভিড়
প্রকাশিত : ১৬:৩৩, ৫ মে ২০২০
করোনা সংক্রমণের ঝুঁকি নিয়েই আজও কর্মস্থলে ও বাড়িতে ফিরছেন দক্ষিণাঞ্চলের অসংখ্য মানুষ।
মঙ্গললবার সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে, দেখা মেলেনি আইন শৃংখলাবাহিনীর সদস্যদের।
ঘাটে গিয়ে দেখা যায় মঙ্গলবার সকাল ১০টার দিকে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শতশত যাত্রী। গত কয়েক দিনের তুলনায় আজ অধিক সংখ্যক যাত্রী ঢাকা ও ঘরমুখী হচ্ছে। যারা শারীরিক দূরত্ব মানার ধারে কাছেও নেই।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি এ প্রতিবেদককে জানান, ‘পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার কারণে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই নৌরুটে বর্তমান ২টি রোরো (বড়) এবং ৪টি ইউটিলিটি (ছোট) ফেরিসহ ৬টি ফেরি চলাচল করছে। তবে রাতে পণ্যবাহী ট্রাক বেশি থাকলে ফেরির সংখ্যা বৃদ্ধি করা হয়।’
ফেরি চললে যাত্রী পারাপার করবেই। যাত্রী নিয়ন্ত্রণের দায়িত্ব ঘাট ইজারাদারদের বলেও জানান তিনি।
এআই//
আরও পড়ুন