ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে আরও একজনের করোনা শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ৫ মে ২০২০

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে নতুন করে আরও একজনের করোনা শনাক্ত হয়েছে। সবশেষ ৩৮ জনের নমুনা পাঠানোর পর নতুন করে একজনের ফলাফল পজেটিভ আসে। এতে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ালো। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘গত সপ্তাহে ৩৮ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে একজন নতুন করে আক্রান্ত হয়েছেন। বর্তমানে আইসোলেশনে ২ জন এবং কালুখালীতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে একজনকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আর সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৮ জন।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি