ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্য বহিষ্কার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৭, ৬ মে ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগে দুই ইউপি সদস্যকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লিউন্নয়ন ও সমবায় মন্ত্রণায়লয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা এক এর উপ সচিব ইফেতেখার আহমদ চৌধুরী এক প্রজ্ঞাপনে এ আদেশ দেন বলে জানান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

বহিষ্কৃতরা হলেন- শ্রীমঙ্গল কালাপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান ও ১২৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা বেগম রুপা।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম আরও জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে তারা তার সত্যতা যাচাই করে অভিযোগ প্রমাণিত হলে এ তথ্য উপাত্তসহ তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করেন। এ প্রেক্ষিতে স্থানীয় সরকার ( ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪/১ অনুযায়ী তাদের স্থায়ী পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এমবি//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি