ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমিল্লায় ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪০, ৬ মে ২০২০

মাদক ব্যবসায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে কুমিল্লায় আলমগীর হোসেন নামে এক ট্রাক্টর চালককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা।

মঙ্গলবার রাত ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জড়িত রুবেল নামে একজনকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন ওই গ্রামের আইয়ূব আলীর ছেলে এবং গ্রেফতারকৃত রুবেল সদর দক্ষিণ উপজেলার মোড়াপাড়া গ্রামের হারুনুর রশীদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারত সীমান্তবর্তী মথুরাপুর গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক আলমগীর হোসেন তার বাড়ির সামনে দিয়ে মাদক পাচারে বিভিন্ন সময় বাঁধা প্রদান করতো। এতে স্থানীয় মাদক ব্যবসায়ীরা তাঁর প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে। মঙ্গলবার সন্ধ্যায় আলমগীরের বাড়ির সামনে মাদক ব্যবসায়ীরা আসলে তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জের ধরে আলমগীরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় রুবেল নামে এক আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি