ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৬, ৬ মে ২০২০

টাঙ্গাইলের সখীপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। রাতেই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, বেশ কয়েকদিন যাবৎ তিনি জ্বর ও ঠান্ডা রোগে ভুগছিলেন। গতরাতে তিনি মারা যান। পরে স্বাস্থ্য বিভাগের লোক এসে নমুনা নিয়ে গেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ আব্দুস সোবাহান জানান, উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল মালেক (৫০) শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যান। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাকে ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বিশেষ নিরাপত্তার মাধ্যমে জানাজা ও দাফন করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা জানতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর লকডাউন এর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি