প্রবাসী স্বামীর সঙ্গে ঝগড়া করে ফাঁস দিলেন গৃহবধূ
প্রকাশিত : ১৫:৫৭, ৬ মে ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়া করে রুনা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত রুনা উপজেলার লালপুর গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি এক ছেলে সন্তানের জননী।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, রুনার স্বামী রুহুল আমিন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। মঙ্গলবার (৫ মে) রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় ঝগড়া হয় রুনার। এক পর্যায়ে স্বামীর প্রতি অভিমান করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন রুনা। তবে কি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেটি জানা যায়নি।
ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে রুনার শ্বশুর ও ননদ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুনাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রুনার মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
এনএস/
আরও পড়ুন