ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৪, ৬ মে ২০২০

ঘোড়াঘাট থানা

ঘোড়াঘাট থানা

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজের ১৬ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে ঘোড়াঘাট থানায় মামলা দায়ের করেছেন। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ি গ্রামে এমনই ঘটনা ঘটেছে। 

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাতে একই ঘরে মা, বাবা এবং মেয়ে ঘুমিয়ে পড়েন। মা এবং মেয়ে খাটের ওপরে এবং বাবা মেঝেতে শুয়ে ছিলেন। এক পর্যায়ে গভীর রাতে বাবা ধর্ষণের চেষ্টা করলে মেয়ে চিৎকার দেন। মেয়ের চিৎকারে মাও চিৎকার দিতে থাকেন। এ সময় প্রতিবেশিরা ঘটনাস্থলে এসে ভুক্তভোগীর বাবাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবাকে আটক করে নিয়ে থানায় আসে। 

আজ বুধবার দুপুরে ওই ব্যক্তিকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি