ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বিসিসিসিআই’র ভাইরাস সুরক্ষা উপকরণ হস্তান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ৬ মে ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাই ঘরে অবস্থান করছেন। এ অবস্থায় অসহায় শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (বিসিসিসিআই) এবং এনহুই লাভ চারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম কাছে করোনা ভাইরাস সুরক্ষা উপকরণ হস্তান্তর করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম এসব উপকরণ গ্রহণ করেন। 

জেলার দুই হাজার পরিবারের মধ্যে বিতরণের জন্য এসব মাস্ক, হ্যান্ড সানিটাইজার, অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ দেয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন মৃধা, বিসিসিসিআইয়ের পরিচালক সৈয়দ আমিনুল কবির, গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর থান্দার কামরুজ্জামান উপস্থিত ছিলেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি