ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেগমগঞ্জ চেয়ারম্যানের উপর দূর্বৃত্তের হামলা

নোয়াখালী প্রতিনিধি:

প্রকাশিত : ২১:২৬, ৬ মে ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জের শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রসুল মিন্টুর উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের নেতা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউপি চেয়ারম্যান গোলাম রসুল মিন্টু বলেন, বিএনপি থেকে সদ্য আওয়ামীলীগে যোগ দেওয়া স্থানীয় সন্ত্রাসী সহিদ ও তার বাহিনী গেলো রাত ১১ টার দিকে পূর্ব শক্রতার জের ধরে এ হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তাদের আহত করে। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যপারে স্থানীয় চেয়ারম্যান বাদী হয়ে থানায় একটি ডায়েরি করেছেন এবং আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা নিচ্ছি।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি