ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছোটভাইকে কুপিয়ে খুন, বড় দু’ভাই গুরুতর জখম

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ৬ মে ২০২০

খাস জমি দখলকে কেন্দ্র করে ছোট ভাই আলী খানকে (৪০) কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষরা। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নাশাল (৪৫) নাসির (৫০) গুরুতর জখম হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রতিপক্ষ আজিজুল ঠাকুরের লোকজন আলী খানকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ভাইকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা বল্লাহাটি গ্রামের ওসমান খানের ছেলে।

নড়াগাতি থানার ওসি রোকখানা খাতুন জানান, বল্লাহাটি গ্রামে খাসজমি নিয়ে আলী খান ও আজিজুল ঠাকুরদের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।  

তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি