ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

 বেগমগঞ্জে করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ০০:০৩, ৭ মে ২০২০

জ্বর, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় তারেক ইমরান রফিক (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় মিরওয়ারিশপুর গ্রামে এডভোকেট ফারুকের ভাড়া বাসায় তিনি মারা যান। এনিয়ে গত এক সপ্তাহে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭জন। এর মধ্যে বেগমগঞ্জে তিন দিনেই মারা গেল তিনজন। 

নিহত তারেক চাটখিল উপজেলার কড়িহাটি গ্রামের রফিক উল্যাহার ছেলে। তিনি মোটরসাইকেল যোগে বিভিন্ন মালামাল ফেরি করতেন। 

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত প্রথম রমজান থেকে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। পরে নিজ বাসায় থেকে প্রাথমিক চিকিৎসা নেন। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানায়নি। এক পর্যায়ে যখন বেশি অসুস্থ্য হয়ে পড়েন তখনই তিনি বুধবার সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে যান। সন্ধ্যায় তার বাসায় মারা যান। 

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ জানান, স্বাস্থ্য বিভাগ থেকে বিষয়টি জানানোর পরই ঘটনাস্থলে গিয়ে ওই ভবনটি লগডাউন করা হয় এবং বাড়ির সকলকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। মরদেহটি তার পরিবারের লোকজন গ্রামের বাড়িতে নিয়ে গেছে বলেও জানান তিনি। 

উল্লেখ, গত ৫ মে মঙ্গলবার সকাল ১১টায় বেগমগঞ্জে ইমাম হোসেন (৬০), একই দিন দুপুর ১২টায় সেনবাগে মারা যান মো. সোহেল (২৫) ৩ মে রোববার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়। তার বাড়ি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে। একই দিন সকালে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নানার বাড়িতে মারা যান মাদ্রাসা ছাত্রী সামিয়া আক্তার (১৩)। তার বাড়ী বেগমগঞ্জ উপজেলার লাউতলি গ্রামে। গত ৪ মে সোমবার দুপুরে মারা যান সুবর্ণচর উপজেলার উত্তর কচ্ছপিয়া গ্রামের গৃহবধূ রেশমা আক্তার (৪০)। এর আগে গত ৩০ এপ্রিল বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সদর উপজেলার করমুল্যা এলাকার বাসিন্দা রোকসানা আক্তার (১৭)। এদের কারোরই করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি। 

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি