ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

গাজীপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৬, ৭ মে ২০২০

পারিবারিক কলহের জেরে গাজীপুরে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম রাবেয়া। 

জানা গেছে, দুই বছর আগে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের নলজানি মধ্যপাড়া এলাকার ফজলুল হকের ছেলে আফজাল হোসেনের সাথে একই ইউনিয়নের নলজানি পূর্বপাড়া এলাকার জহিরুল ইসলামের মেয়ে রাবেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই রাবেয়াকে নানাভাবে নির্যাতন আসছিলেন তার স্বামী। বুধবার (৬ মে) দিবাগত রাতে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মাঝে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন আফজাল। 

নিহতের মা নিলুফা জানান, রাত ১১টার দিকে আফজালের বাবা মোবাইল ফোনে তাদের জানায় রাবেয়ার অসুস্থ। পরে রাতেই রাবেয়াকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী আফজাল হোসেনসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

জয়দেবপুর থানার ওসি মো: জাবেদুল ইসলামে প্রতিবেদককে জানান,  ‘পারিবারিক কলহের কারণে স্বামী তার স্ত্রীকে মারধর করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি