নওগাঁয় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪
প্রকাশিত : ১৫:৫৮, ৭ মে ২০২০
নওগাঁয় নতুন করে আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মোর্শেদ আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার পর্যন্ত নমুনা পরীক্ষার জন্য প্রেরিত আরও ১২৪ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ৪ জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া গেছে। তাদের দু’জনের বাড়ি আত্রাই উপজেলায় অপরদের রানীনগরে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৩ জনে দাঁড়ালো।
এদিকে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনসহ যেসব কর্মকর্তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল তাদের সকলেরই ফলাফল নেগেটিভ এসেছে। করোনা আক্রান্ত এক সংসদ সদস্যের সংস্পর্শে আসার ফলে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।
ডেপুটি সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৮৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৬০৩ জনকে বিশেষ ব্যবস্থায় পর্যবেক্ষণে রাখা হয়। আর নির্দিষ্ট ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় আরও ১২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। আর সবমিলে এখন পর্যন্ত কোয়ারেন্টাইন মুক্ত হয়েছেন ৪ হাজার ২১৫ জন। বর্তমানে আছেন ১ হাজার ৪শ ৭৮ জন।
এআই//
আরও পড়ুন