ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে ৪শ কৃষককে শাকের বীজ বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩১, ৭ মে ২০২০

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের কারনে ক্ষতি কাটিয়ে উঠতে ও কৃষকদের নিজেদের উৎপাদিত সবজি খাওয়া নিশ্চিতে ৪শ কৃষকের মাঝে সম্পুর্ন বিনামুল্যে বিভিন্ন শবজির বীজ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় হাকিমপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ কৃষকদের মাঝে এসব শাকের বীজ বিতরন করেন। প্রত্যেক কৃষককে লালশাক, ডাটাশাক, ঢেড়শ, পুইশাক, ঝিঙ্গা বীজ বিতরন করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরমেয়র জামিল হোসেন, কৃষি অফিসার শামীমা নাজনীনসহ অনেকে।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় কৃষকরা তাদের নিজেদের উৎপাদিত সবজি খাবে। সেই সাথে বাজারে যাওয়ার প্রয়োজন কমবে ও নিন্ম আয়ের মানুষের পুষ্টি নিশ্চিত হবে। এই লক্ষ্য নিয়েই কৃষকদের মাঝে সরকারি বরাদ্দের বিভিন্ন শবজী বিজ বিতরন করা হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি