ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে ভাসমান শ্রমিকরা পেল সাংসদের উপহার 

সীতাকুণ্ড প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৭ মে ২০২০

Ekushey Television Ltd.

রাবেয়া খাতুন বয়স ৫০। থাকেন সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়ায় অবস্থিত আর আর জুট মিলস শ্রমিক কলোনিতে। কিন্তু তিনি স্থানীয় বাসিন্দা নন। তার নেই কোন আইডি কার্ড। ফলে লকডাউনকে কেন্দ্র করে কোন সাহায্য সহযোগিতা পাচ্ছিলেন না তিনি। দারুণ অভাব অনটনে দিন কাটছিল এই অস্থায়ী শ্রমিকদের। 

শুধু রাবেয়া নন তার মত আরো অনেক ভাসমান শ্রমিক একই অবস্থায় পড়ে অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছিলেন।  সম্প্রতি তাদের এ দূরাবস্থার কথা জানতে পারেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর।  তিনি এই বিষয়ে সাংসদ দিদারুল আলমের দৃষ্টি আকর্ষন করেন। 

সীতাকুন্ডের ভাসমান শ্রমিকদের এ দূরাবস্থার কথা শুনে দ্রুত এগিয়ে আসেন এমপি দিদারুল আলম।  তিনি  আর আর জুট মিলসের ১০০ ভাসমান শ্রমিকদের জন্য পাঠিয়ে দেন খাদ্য সামগ্রীর প্যাকেট ভর্তি উপহার। গতকাল  আর আর জুট মিলস কলোনিতে দিদারুল আলম এমপির পক্ষ থেকে ১০০ শ্রমিকের হাতে ভালবাসার উপহার খাদ্য সামগ্রী তুলে দেন স্থানীয় বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর,  মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, ইউপি সদস্য সাহাব উদ্দিন, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান,  সাবেক ছাত্রনেতা আবুল হোসেন বাবুল প্রমুখ।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি