ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাউফলে ব্যাংক খরচের নামে প্রতিবন্ধীদের থেকে টাকা আদায়

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৮, ৭ মে ২০২০

পটুয়াখালীর বাউফলের নওমালা ও আদাবাড়িয়া এই দুই ইউপির বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারী ভাতা প্রাপ্ত প্রত্যেকের কাছ থেকে ব্যাংক খরচের নামে ২০ থেকে ৫০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হালিম, নজির মৃধা, শামীম ও মাসুম নামে বাংলাদেশ কৃষি ব্যাংকের নগরের হাট শাখার সিকিউরিটি ও নাইট গার্ড এ টাকা আদায় করছেন। 

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, নওমালা ও আদাবাড়ীয়া এই দুই ইউনিয়নে মোট ভাতাভোগী রয়েছেন ১হাজার ৯শ’ জন। এতে বয়স্কভাতা প্রাপ্ত ৯শ’, বিধবা ভাতা প্রাপ্ত ৮শ’ ৮০ এবং প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত রয়েছেন ১শ’ ২০ জন। প্রতিমাসে প্রত্যেক বয়স্ক ও বিধাব ভাতা ভোগিরা ৫শ’ টাকা ও প্রতিবন্ধীরা ৭শ’ ৫০ টাকা পান। আর এরা সবাই বাংলাদেশ কৃষি ব্যাংকের নগরের হাট শাখা থেকে তাদের ভাতার টাকা উত্তোলন করেন। 

বয়স্কভাতা প্রাপ্ত আবদুল আজিজ মৃধা, রুপা বিবি, সালাম মৃধাসহ আরো কয়েকজন অভিযোগ করেন, ব্যাংকে টাকা না দিলে হয়রানির শিকার হতে হয় টাকা তুলতে। বাধ্য হয়েই টাকা দিচ্ছেন তারা। 

বটকাজল গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা চান ভানু বলেন, ‘ব্যাংক খরচের কথা কইয়া আমার থাকইক্কা ২০ টাহা নিছে। টাহা না দিলে ভাতার কার্ড জমা নেয়া না।’ 
এ ব্যাপারে অভিযুক্ত সিকিউরিটি গার্ড শামীম সাংবাদিকদের কাছে কোন কিছু বলতে রাজি হননি। তবে নজির বলেন, ‘ব্যাংকের স্যারেগো কইয়া টাকা লইতে আছি। আমরা কয় টাকাই বা বেতন পাই। যা হয় আমারা চারজনে নেই।’

এ ব্যাপারে বাংলাদেশ কৃষি ব্যাংকের নগরের হাট শাখার ব্যবস্থাপক জহির হাসান বলেন, ‘টাকা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’
এ ব্যাপারে বাউফল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনিররুল ইসলাম বলেন, ‘অর্থ আদায়ের বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’ 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি