ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ওসি-স্বাস্থ্যকর্মীসহ কুড়িগ্রামে আক্রান্ত ৩২

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৩, ৭ মে ২০২০

কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়

কুড়িগ্রাম সিভিল সার্জনের কার্যালয়

গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে একজন ওসি ও তিন স্বাস্থ্যকর্মীসহ ১০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, ফুলবাড়ি উপজেলায় ২ জন এবং ভূরুঙ্গামারী উপজেলায় ৩ জন। বৃহস্পতিবার (৭ মে) জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে- ফুলবাড়ি থানার ওসি, ফুলবাড়ি উপজেলা হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী এবং কুড়িগ্রাম জেনরেল হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার দুই জন নারায়ণগঞ্জ এবং এক জন গাজীপুর ফেরত বলে জানা গেছে।
 
এ পর্যন্ত কুড়িগ্রামে মোট ৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো। এর মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। তবে জেলায় এ পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি