ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বরিশালে স্বাস্থ্য বিধি মেনে জুমার নামাজ আদায়

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৮, ৮ মে ২০২০

স্বাস্থ্য বিধি মেনে সারাদেশের ন্যায় বরিশালেও জুমার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আযানের পূর্বেই প্রতিটি মসজিদে মুসল্লিদের বাসা থেকে ওযু করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য অনুরোধ করা হয়। 

এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাসা থেকে সুন্নত নামাজ আদায় করার পাশাপাশি মসজিদে জায়নামাজ নিয়ে প্রবেশে বাধ্যতামূলক করা হয়।

এমনকি মসজিদেও প্রতি মুসল্লিদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দেন মসজিদের ঈমামগণ। পরে নামাজ শেষে করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া করা হয়। 

এআই//আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি