ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কালবৈশাখীতে লণ্ডভণ্ড বাউফলের স্কুলভবন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১২, ৮ মে ২০২০

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বাউফলের সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মূল ভবন।

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বাউফলের সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মূল ভবন।

পটুয়াখালী জেলায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বাউফলের সাবপুরা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মূল ভবন। বৃহস্পতিবার (৭ মে) রাতে বয়ে যাওয়া এ ঝড়ের তাণ্ডবে উড়ে যায় বিদ্যালয়টির শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও প্রধান শিক্ষকের অফিসকক্ষের টিনের চালা।

এছাড়াও বৃষ্টির পানিতে এ সময় ক্ষতিগ্রস্ত হয় এসএসসির উত্তরপত্র, সিসি ক্যামেরা ও কয়েকটি কম্পিউটার। ফাটল দেখা দেয় টিনশেড দেয়া পাকা ভবনের দেয়ালে।

এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, ক্লাস শুরুর আগে সংস্কার না হলে ৭ শতাধিক শিক্ষার্থী নিয়ে বিপাকে পড়তে হবে। 

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ভবনটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলেই জানিয়েছেন বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি