ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরের সিংড়ায় কৃষকের মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৬, ৮ মে ২০২০

নাটোরের সিংড়ায় শ্রী সুনীল (৫৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতের বাড়ি সংলগ্ন হাটমুরসন রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শ্রী সুনীল উপজেলা শুকাস ইউনিয়নের হাট মুরসন গ্রামের মৃত কুলিম এর ছেলে। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে শ্রী সুনীলের ঘরের জানালায় কে বা কাহারা ধাক্কা দেয়। এতে সুনীল ঘরের বাহিরে গিয়ে আর ফিরে আসেনি। সকালে থানায় খবর দেয়া হলে লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

এদিকে নিহত সুনীলের স্ত্রী শ্রীমতি প্রতিমার দাবি প্রতিবেশীর সাথে জায়গা নিয়ে বিরোধে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এটি হত্যা কি না বলা যাচ্ছে না। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি