ডাক্তারদের পিপিই, মাস্ক দিলো আ: লীগ সাংগঠনিক সম্পাদক
প্রকাশিত : ২০:৪২, ৮ মে ২০২০
কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা নির্বিঘ্ন করার লক্ষ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শামসুদ্দিন সদর হাসপাতাল, সিলেটে কর্মরত চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), মাস্ক ও গগলস প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
শফিউল আলম চৌধূরী নাদেল "করোনা সাপোর্ট সিলেট" ও "কমিউনিটি এগেনস্ট প্রভার্টি (ক্যাপ) ফাউন্ডেশন" উদ্যোগ হতে চিকিৎসকদের জন্য এসকল চিকিৎসা সামগ্রী প্রদান করেন। আজ দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক ভবন প্রাঙ্গনে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমানের কাছে তিনি চিকিৎসকদের জন্য ২৫০টি পিপিই, ২৫০টি N-95 মাস্ক, ৩০০টি সার্জিক্যাল মাস্ক এবং ২০০টি গগলস ইত্যাদি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
এ সময় সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের ইনচার্জ ডা: এহসান উজ জামান খান এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: মোঃ আদনান চৌধুরী প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
আরকে/
আরও পড়ুন