ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাকের নিচে পিষ্ট ঘুমন্ত মা-মেয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৯ মে ২০২০

উত্তরের প্রবেশদ্বার বগুড়ায় নিয়ন্ত্রণ হারা ট্রাকের নিচে পিষ্ট হয়েছে ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত আড়াইটার দিকে নন্দীগ্রামের ওমরপুর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- স্থানীয় মৃত কোরবান আলীর স্ত্রী কাতেজান বিবি (৬৫) ও তার মেয়ে কাতুলী বেগম (৪৩)। তারা মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কুঁড়েঘর নির্মাণ করে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের কুঁড়েঘরে ঢুকে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে সরিয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় হেলপার আলম শেখকে (৩০) পুলিশ আটক করতে পারলেও পালিয়েছেন চালক। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক ও হেলপারের নামে মামলার প্রস্তুতি চলছে।’

এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি