ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ৯ মে ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে মোবাইল ম্যাসেজে হটলাইন চালু করে ধারাবাহিক ভাবে ১৭তম দিনের মতো রাতের আঁধারে খাদ্য সামগ্রী নিয়ে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সহ সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম। তিনি এই পর্যন্ত সহস্রাধিক পরিবারকে গোপনে রাতের আধারে সহযোগিতা করেছেন বলে জানান।

এ সময় ইস্কান্দার মির্জা শামীম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এই সংকটময় মুহূর্তে আমি আমার মোবাইলের হটলাইন চালু করেছি, যারা খাদ্য অভাবে আছে তারা মোবাইলে ম্যাসেজ করলেই আমি রাতের আধারে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। যতদিন করোনার এই প্রাদুর্ভাব থাকবে ততদিন পর্যন্ত আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আতঙ্ক নয় সচেতন হোন, সরকারের বিধি নিষেধ ও লকডাউন মেনে চলুন। আপনারা ঘরে থাকুন আমি ত্রাণ নিয়ে পর্যায়ক্রমে আপনাদের দুয়ারে হাজির হবো।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি