ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে ৩টি পিস্তল ও গুলিসহ যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৩, ৯ মে ২০২০

আটককৃত লিটন হোসেন- একুশে টেলিভিশন

আটককৃত লিটন হোসেন- একুশে টেলিভিশন

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৩টি গুলিসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।   

শুক্রবার (৮ মে) রাতে তাকে আটক করা হয়। আটক লিটন হোসেন (৩৫) মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই মোঃ নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা থানাধীন হাটিকুমরুল সিএনজি স্ট্যান্ড এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ৯ এমএম ও দুইটি ৭.৬২ এমএম পিস্তল, ০৬টি ম্যাগজিন এবং ১৩টি গুলিসহ লিটন হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হবে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি