ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় ছেলের ঝুলন্ত লাশ দেখে হৃদরোগে মায়ের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৬, ৯ মে ২০২০ | আপডেট: ১১:৪৪, ৯ মে ২০২০

নওগাঁর রাণীনগরে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মায়ের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই ঘটনা ঘটে। নিহত আসলাম হোসেন (৩৫) রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের পিরেরা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তার মায়ের নাম রাশেদা বেগম।

জানা গেছে, আসলাম হোসেন বিদেশে থাকতেন। বিদেশ থেকে আসার পর মা ও ছেলে ওই বাড়িতে বসবাস করতেন। বাড়িতে আসার পর থেকে আসলাম মানসিক সমস্যায় ভুগছিলেন। এবং মাঝে মধ্যেই তার বিয়ের জন্য মার কাছে পীড়াপীড়ি করতেন। শনিবার সকালে মা তার শয়ন কক্ষে গিয়ে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখে মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছেলে ও মায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক জানান, মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানান তিনি।

এমবি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি