ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী কারাগার থেকে মুক্তি পেল ৪২ বন্দি 

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৭, ৯ মে ২০২০

রাজবাড়ী’র মানচিত্র

রাজবাড়ী’র মানচিত্র

করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে সরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমান আদালত থেকে বিভিন্ন মেয়াদা কারাদণ্ড পাওয়া ৪২ জন আসামীকে রাজবাড়ী জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। শনিবাব দুপুরে ওই বন্দীদের মুক্তি দেয়া হয়।

রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার নুর মোহাম্মদ জানান, করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে সরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৩ মে পাওয়া এক চিঠিতে মোবাইল কোর্টের মাদক মামলার ৩ থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ৩৯ জন এবং নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও চিটিং মামলার ৩ আসামীসহ ৪২ জন বন্দী আসামীকে মুক্তির নির্দেশনা আসে। আজ ৩৯ জন এবং এর আগে ৩ জনকে মুক্তি দেওয়া হয়। 


এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি